Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার সাফল্যের ধারা অব্যাহত

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা সদরের ডিএস কেজি মাদ্রাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার ২০১৭ সালের ৫ম শ্রেণীর প্রকাশিত ইবতেদায়ী পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। মাদ্রাসা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, চলতি বছরে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর ইবতেদায়ী পরীক্ষায় মোট ৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২১ জন এ প্লাস সহ ১২ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা শতভাগ। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান “দৈনিক ইনকিলাব” কে জানান, মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ ও কমিটির সদস্যদের দিক নির্দেশনায় ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। তিনি আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ