Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিবালয় কেন্দ্রীয় মসজিদ এখন ধর্মমন্ত্রণালয়ের অধীনে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গঠনে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন -অধ্যক্ষ মতিউর রহমান
স্টাফ রিপোর্টার : ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দারিদ্রমুক্ত দেশ গঠনে আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তা’হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। গতকাল রোববার বাদ যোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন। মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ওমর ফারুক। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতীম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান। ধর্ম মন্ত্রী তাৎক্ষণিকভাবে মসজিদের ৬টি কার্পেট, চাদরসহ অন্যান্য জিনিস ক্রয়ের জন্য দু’লাখ টাকা প্রদান করেন। মুসল্লিগণের দাবীর মুখে ধর্ম মন্ত্রী সচিবালয় কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপনের প্রতিশ্রæতি দেন। উল্লেখ্য, মন্ত্রি পরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোধনের ভিত্তিতে সচিবালয় কেন্দ্রীয় মসজিদ গত মাস থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমানকে সভাপতি করে কেন্দ্রীয় মসজিদ পরিচালনার জন্য দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ