বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : রেলের ৮৬৫ জন খালাসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। তারা অভিযোগ করেন এপদে নিয়োগ নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। গতকাল (রোববার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোখলেছুর রহমান।
তিনি বলেন, বর্তমানে ৮৬৫ জন খালাসি নিয়োগ প্রক্রিয়া ঢাকায় বসে চূড়ান্ত করা হচ্ছে। নিয়োগ কমিটির সদস্যদের ঢাকায় ডেকে নিয়ে তাদের হাতে তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ২০১৫ সালে চতুর্থ শ্রেণির খালাসি পদে নিয়োগ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদে ৮৬৫ জনকে নিয়োগের কথা রয়েছে। মামলা জটিলতার কারণে প্রায় তিন বছর পরও নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। এখন এ নিয়ে নিয়োগ বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মোখলেছুর রহমান বলেন, একটি সিন্ডিকেট পুরো নিয়োগ নিয়ন্ত্রণ করছে। এতে পোষ্যসহ কোন ধরনের কোটা মানা হচ্ছে না। অন্যদিকে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেলের উন্নয়নে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও উন্নয়নের নামে এসব টাকা লোপাট করা হচ্ছে। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সংগ্রাম পরিষদ নেতা আবদুস সবুর, রফিক চৌধুরী, কাজী আনোয়ারুল হক, মাহবুবুর রহমান মিন্টু, মোঃ ফারুক আলম, এসকে বারী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।