Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্যসহ তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে তথ্য, খাদ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। এছাড়া অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বরা হয়, তথ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মরতুজা আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ স¤প্রতি শেষ হওয়ায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। খাদ্য সচিবের পদে থাকার মো. কায়কোবাদ হোসেনের চাকরির মেয়াদও কিছু দিন আগে শেষ হয়। এর পরে গতকাল নিয়োগ দিলো মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোসহিন চৌধুরীকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তিনি পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদের স্থলাভিষিক্ত হলেন। ইসতিয়াকের চাকরির মেয়াদ স¤প্রতি শেষ হয়। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদের দায়িত্ব দিয়েছে সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ