Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড় ধসে নিহত ৩

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় পাহাড় ধসে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মোঃ সাকিব (১০) শ্রমিক আমির আলী (৩৭) ও মোঃ দিদার (৩৮)। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ রাজানগর এলাকায় একটি পাহাড় ধসে ৩ জন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এ সময় আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব তাতে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ