বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের অন্যতম সেরা কুকিং রিয়েলিটি শো রূপচাঁদা-দি ডেইলী স্টার সুপার শেফ ২০১৮ অর্থ্যাৎ শো-টির ৫ম আসরের আয়োজন শুরু হতে যাচ্ছে। গত ২৯ ডিসেম্বর দি ডেইলী স্টার সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এবারো অংশগ্রহণকারীরা ০৯৬১২৭৭৭৮৮৮ নম্বরে ফোন দিয়ে আঞ্চলিক পর্যায়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার রেজিস্ট্রেশন করা যাবে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বগুড়া, খুলনা, সিলেট ও বরিশাল অঞ্চলের জন্য। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ জানুয়ারী। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে ২০ জনকে চূড়ান্ত পর্যায়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। দি ডেইলী স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম গত ৪ সিজনের মত এবারো এই শো-এর সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন। এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ শো-এর এবারের পরিবর্তন সম্পর্কে ধারণা দিয়ে বলেন, বরাবরের মত এ বছরও আমরা বাছাইকৃত দর্শকদের সাথে মত বিনিময় করেছি। তাঁদের মতামত অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে রান্নার চ্যালেঞ্জের ধরণে। বেশ কিছু নতুন দেশীয় ও আঞ্চলিক রান্নার চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে এবার। গত ৪ সিজনের মত এবারো সুপার শেফ আসছে এনটিভির পর্দায়। সুপার শেফ ২০১৮-এর আনুষ্ঠানিক উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তফা কামাল সৈয়দ এবং সুপার শেফ ২০১৮-এর উপস্থাপিকা সামিয়া সাইদ। শো-এর ইলেকট্রনিক পার্টনার বেস্ট ইলেকট্রনিক্স আর গ্রোসারী পার্টনার আগোরা। রূপচাঁদা-দি ডেইলী স্টার সুপার শেফ ২০১৮-এর চ্যাম্পিয়নের জন্য প্রাইজমানি থাকছে ১০ লাখ টাকা। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা। প্রতিযোগিতার ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।