Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আমেন্ডা বাইন্স চলতি বছর অভিনয়ে ফিরবেন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভিনেত্রী আমেন্ডা বাইন্স স¤প্রতি আভাস দিয়েছেন তিনি এই বছর অভিনয়ে ফিরবেন তবে পছন্দনীয় ভূমিকার অপেক্ষায় আছেন তিনি। প্রায় আট বছর তিনি অভিনয় থেকে দূরে আছেন।
বর্তমানে ৩১ বছর বয়সী অভিনেত্রীটিতে সর্বশেষ ‘ইজি এ’ চলচ্চিত্রে দেখা গেছে; ফিল্মটি ২০১০ সালে মুক্তি পেয়েছে। ২০১২ সালে দুবার মাতাল অবস্থায় গাড়ি চালাবার অভিযোগ এবং সেই বছরের শেষে জানালা দিয়ে মারিউয়ানা সেবনের পাইপ (বঙ) ছুড়ে ফেলার দায়ে গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি ক্যারিয়ার থেকে দূরে আছেন।
অভিনেত্রীর আইনজীবী বলেছেন, “আমেন্ডা নতুন বছরে তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৮তে তিনি তার ফ্যাশন ডিগ্রি শেষ করবেন এছাড়া নতুন করে অভিনয় শুরু করবেন। তিনি বেশ কয়েকটি অফার পেয়েছেন তবে সঠিকটি বেছে নেবার অপেক্ষায় আছেন।”
বাইন্স বর্তমানে ক্যালিফোর্নিয়ার আরভিনে অবস্থিত ফ্যাশন ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড মার্চেনডাইজিংয়ে পড়াশোনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ