Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিরেক্টরস গিল্ড টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রশিক্ষণ কোর্স ২০১৮

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ডিরেক্টরস গিল্ড তিন মাস ব্যাপী চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ পদ্ধতি ও কৌশলগত বিষয়ে ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স চালু করেছে। এপ্রিসিয়েশন কোর্সে মোট ৬৫টি লেকচার, প্রাকটিক্যাল ক্লাস ও নাটক-চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বিষয়গত জ্ঞান প্রদান করা। এই কোর্সের পর যে কেউ বিশেষ করে তরুণেরা আরো বিস্তারিত ও বিশেষ কোনো ক্ষেত্রে জ্ঞান লাভ করতে চাইলে তার জন্যে একটি এ্যাডভান্স অথবা ডিপ্লোমা কোর্স সফল ভাবে সমাপ্ত করা সহজ হয় এবং এই মাধ্যমে সে একজন পেশাদার হিসাবে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হতে পারে। এই ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স ১ জানুয়ারি থেকে মার্চ ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত হবে। বর্তমানে পরিচালক বা কোনো প্রডাকশন হাউজে কর্মরত অথবা অন্য কোনো পেশায় কর্মরতদের সুবিধার্থে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিনের দ্বিতীয়ার্ধে এবং শুক্র ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম উচ্চমাধ্যমিক। অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে যারা কর্মরত তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য ভর্তি ইচ্ছুক সকলকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতি কোর্সে ৩০ জন ছাত্র নেয়া হবে। যারা সাফল্যের সঙ্গে প্রশিক্ষন কোসর্টি সম্পন্ন করবেন তাদেরকে ডিরেক্টারস গিল্ডের গঠন্ত্র অনুযায়ী ডিরেক্টরস গিল্ড এর সদস্য পদ দেওয়া হবে। এছাড়াও সেরা পাঁচ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে পাঁচটি এক ঘন্টার কাহীনিচিত্র নির্মান করে স্যাটালাইট চ্যানেলে প্রচার করা হবে। প্রশিক্ষন কোর্সে যারা প্রশিক্ষক হিসাবে থাকবেন তারা হলেন, মুস্তাফা মনোয়ার, নওয়াজিশ আলী খান, হায়দার রিজভি, সাইদুল আনাম টুটুল, তানভীর মোকাম্মেল, মানজারে হাসিন মুরাদ, পঙ্কজ পালিত, ওয়াহিদা মল্লিক জলি, গীতিয়ারা সাফিয়া চৌধুরী, কেরামত আলী, রতন পাল, জাহিদুর রহিম অঞ্জন, রাশেদ জামান, সামির আহমেদ, অমিতাভ রেজা চৌধুরী, ইমন সাহা, আমজাদ হোসেন, মামুনূর রশীদ, মসিহউদ্দিন শাকের, আজাদ রহমান, মোরশেদুল ইসলাম, অনুপম হায়াত, উত্তম গুহ, সালাহউদ্দীন লাভলু, গাজী রাকায়েত, মোহাম্মদ হোসেন জেমী, মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম অতিক, তৌকির আহমেদ, গিয়াস উদ্দীন সেলিম, এস এ হক অলিক, অনিমেষ আইচ। যোগাযোগ ০১৭০৭-৪৫৫৬৬৪ (পিকলু চৌধুরী), ০১৭১১-৩৬৭৯৩০ (এস এম কামরুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক), ০১৬৭৪৪১৭৮২৬ (সাজ্জাদ সুমন, কার্যনির্বাহী সদস্য), ০১৭৪৮-৯২১৫০৫ (সাজ্জাদ সনি, কার্যনির্বাহী সদস্য), ০১৬৭১৮১৯৩১৩ (অয়ন, অফিস সেক্রেটারি)। আবেদন পত্র সংগ্রহ ডিরেক্টরস গিল্ড কার্যালয়, বাড়ী-১১০/এ, রোড়-০২, বøক- এ, নিকেতন হাউজিং, গুলশান-১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ