প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বলেছিলে আমায় তুমি/ ভালোবাসো নাইবা বাসো/ তোমার চন্দ্রমুখী হতে চাই’-এমন কথার নতুন একটি গানে কণ্ঠ দিলেন নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ। শেখ মিলনের সুর ও সংগীতে গানটির কণ্ঠধারণ স¤পন্ন হয়েছে। বি-মিউজিকের আয়োজনে একশত গানের একটি প্রজেক্টের অধীনে গানটি নির্মিত হয়েছে বলে জানান সংগীত পরিচালক শেখ মিলন। রফিকুল আলম বলেন, শেখ মিলন একশত মৌলিক গানের একটি প্রকল্প হাতে নিয়েছেন। আমি এর সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। নীহার আহমেদ বলেন, রফিকুল আলম আমাদের সংগীতের এক নন্দিত ও বরেণ্য নাম। তাঁর জন্য গান লিখতে পারা অবশ্যই গৌরবের। আশা নয়, বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।