Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেগুফতা ইসলাম মিথির ইন্তেকাল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘মিডিয়া এইট কমিউনিকেশসন-এর পরিচালক এবং দেশের শীর্ষস্থানীয় মডেল এবং অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-এর বড় বোন সেগুফতা ইসলাম মিথি (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। গত ২৯ ডিসেম্বর সন্ধায় ইউনাইটেড হাসাপাতালে মৃত্য হয় তার। বয়স হয়েছিল ৪৩ বছর। ২৩ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ২৮ ডিসেম্বর তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। ২৯ ডিসেম্বর বিকেলে অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতলে নেয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ৩০ ডিসেম্বর বাদ জোহর বনানী কবরস্থানে বাবা সাইফুল ইসলামের কবরেই তাকে দাফন করা হয়। উল্লেখ্য, তার বাবা সাইফুল ইসলাম ছিলেন ৮০ দশকের বেতার এবং টেলিভিশনের অতি পরিচিত একজন সঙ্গীতশিল্পী এবং মা একই দশকের মডেল নওজিয়া ইসলাম রাশা। মিথির মৃত্যুতে শোকে মূহ্যমান পরিবারের সদস্যরা সকলের দোয়া কামনা করেছেন। ১ জানুয়ারী গুলশান সোসাইটি জামে মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য তাদের আরেক বোন কর্পোরেট ব্যক্তিত্ব শারমিন হাসান তিথি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ