Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : বাঁশ কাটাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চাচাত ভাইয়েরা। এঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন জন। গতকাল রোববার আশুলিয়ার গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর আবু তালেব (৩৫)। আশুলিয়ার গোরাট এলাকায় সিরাজুল ইসলঅমের পুত্র। সে পরিবহন ব্যবসায়ী। নিহত ব্যবসায়ীর স্ত্রী কামনা বেগম জানায়, বেলা আনুমানিক ১২টার দিকে তার স্বামীর বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নেয় স্বামীর চাচাতো ভাই ইউসুফ, মাসুদ, মোশারফ ও আবু বক্কর।
তখন তার স্বামী প্রতিবাদ করায় হাতে থাকা দা দিয়ে পেটে, বুকে কুপিয়ে জখম করে। তখন স্থানীয়রা ফিরাতে আসলে তারাও সামান্য আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। নিহত আবু তালেব দুই সন্তানের জনক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তারা পলাতক থাকায় কাউকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ