Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শীর্ষে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বুড়িচং(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার উপজেলা সদরের একমাত্র সরকারী উচ্চ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। উক্ত জেএসসি পরীক্ষার ওই বিদ্যালয় থেকে মোট ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এর মধ্যে থেকে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষে অবস্থান সহ শতভাগ শিক্ষার্থী অন্যান্য গ্রেড পয়েন্ট এভারেজ এ পাশ করেছে। তাদের এ সাফল্যের পিছনে বিদ্যালয়ের সভাপতি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও প্রধান শিক্ষক মো. আ: ওহাবের নজরদারীর পাশাপাশি অন্যান্য সকল শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক ভূমিকা রয়েছে। ভবিষ্যাতে ও তাদের এ ফলাফলের ধারা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ