Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে ভিক্ষুকদের মধ্যে গরু বিতরণ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : ভিক্ষকুদের পুনর্বাসনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টার সময় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের হাতে গরু তুলে দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। গরু বিতরণ পূর্ব উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী উপস্থিত ভিক্ষুকদের বলেন, নবীজির শিক্ষা করো না ভিক্ষা, তাই আপনাদের যাতে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে না হয় সেজন্য বর্তমান সরকার আপনাদের পুনর্বাসনের জন্য গরু দিচ্ছে। সভাপতির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, এর আগে আপনাদের অনেকেকে ছাগল দেওয়া হয়েছে, পুনর্বাসের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে আর এখন গরু দেওয়া হচ্ছে। আপনার আর ভিক্ষা করবেন না। ভিক্ষা যাতে আর না করতে হয় সেজন্য সরকার আপনাদের গরু দিয়ে পুনর্বাসিত করছেন। উপজেলা ১৪ ইউনিয়নের ২৮জন ভিক্ষুককে গরু দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ