রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর শাহ ইয়াছিন (রহ.) ফাযিল মাদরাসা ময়দানে ৭৪তম ইছালে ছাওয়াব মাহফিল আগামী ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ফুরফুরা শরীফের পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহিল মারূফ সিদ্দীকি।
১৮ জানুয়ারি (১মদিন) ওয়াজ করবেন ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছালেহ। রাজধানীর ডেমরা ডগাইর ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নূরুল আমিন আমজাদী। ইসলামপুর শাহ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমীর হোছাইন। কুমিল্লা শাষনগাছা ওয়াপদা জামে মসজিদের খতীব মাওলানা বেলাল হোছাইন চিশতী। কুরআন তিলাওয়াত করবে শিশু ক্বারী আবু রায়হান। ১৯ জানুয়ারি (২য়দিন) ওয়াজ করবেন রাজবাড়ি ভান্ডারিয়া সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. একেএম মাহবুবুর রহমান। চাঁদপুর মান্দারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহাম্মদ। ঢাকা রূপায়নটাউন কেন্দ্রীয় জামে মসজিদর খতীব মাওলানা শাইখ মোঃ জামাল উদ্দীন। নারায়ণগঞ্জ তল্লা জামে-মসজিদের খতীব মাওলানা মাহবুবুর রহমান। কুরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী নাজমুল হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।