Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ইউনিয়নের কশালবাড়ী উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্ভোধন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তরের উদ্ভোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রমেশ চন্দ্র সেন এমপি। এছাড়া অন্যানের সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় জোনের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক প্রমুখ।
বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মান বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ