Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ঐতিহ্যবাহী পাইলট স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ১২৭ বছরের মধ্যে এই প্রথম কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে অবস্থিত বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল হাই স্কুলে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের পদভারে মুখরিত হয়ে উঠে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট স্কুল প্রাঙ্গণ। ১৮৯০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জন্ম দিয়েছে অনেক বরণ্য ব্যক্তিবর্গ যারা দেশে বিদেশে স্ব স্ব মহিমায় প্রতিষ্ঠিত। অনেকেই এসেছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। তাদের মধ্যে মেজর জেনারেল (অবঃ) ডাঃ জিয়া উদ্দিন আহাম্মদ, সাবেক সচিব আব্দুল ওয়াহব, সাবেক জেলা জজ হাসান ইমাম এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ নানা পেশা শ্রেণীর মানুষ। সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় কোরআন তেলওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মেজর জেনারেল (অবঃ) ডাঃ জিয়া উদ্দিন আহাম্মদ, সাবেক সচিব আব্দুল ওয়াহব, সাবেক জেলা জজ হাসান ইমাম, সাবেক এমপি মনজুর আহমদ বাচ্চু মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান মিজবাহ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, মোস্তাক আহাম্মদ সাদেক, মুস্তাফিজুর রহমান, মতিউর রহমান মতি, মোঃ শাহজাহান, ভারতের কলিকাতাস্থ বাজিতপুর সমিতির প্রতিনিধি অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জয়ন্ত রায় বাদল প্রমুখ। স্মৃতিচারণ ও আলোচনা শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পিরা নেচে গেয়ে কয়েক হাজার দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ