রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : আসামী পক্ষ পরিকল্পিত ভাবে বাদীর বাড়ীতে হামলা চালিয়ে বাদী এবং বাদীর লোকজনকে বেধর মারপিট করে টাকাপয়সা সহ সোনাদানা লূটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বাদী সোনাবান সাংবাদিকদের জানান, তার স্বামী ফরহাদ যৌতুকের জন্য তার উপর দির্ঘদিন যাবৎ অন্যায় ভাবে জুলুম অত্যাচার এবং নির্যাতন চালিয়ে আসছে। একপর্যায় সোনাবান গত ১৯/৯/১৭ তারিখে তার স্বামীর বিরুদ্ধে কোটে মামলা রুজু করেছে। মামলা নং সিআর-৫১। ঘটনার প্রেক্ষিতে তার স্বামীর নির্দেশে পরিকল্পিত ভাবে ২৩ ডিসেম্বর বিকেলে তার বাড়ীতে হামলা চালিয়ে সোনাবান এবং তার বোনদের বেরধর মারপিট করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন সোনাবানদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। ঘটনা ঘটে হরিপুর উপজেলার ভাঙ্গাবহতি( প্রাইমারি স্কুল সংলগ্ন)।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাজাহান সরকার জানান, সোনাবানকে তার শ^শুর আবুতাহের মহরআনা বাবদ কয়েক শতক জমি দলিল করেদেন। ইতি মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কিছুদিন আগে স্ত্রী স্বামীর উপর মামলা করে। ফলে কয়েকদিন আগে তার স্বামী তার কাছে জমি ফেরত চায়। এনিয়ে গত কয়েক একদিন আগে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, এব্যাপারে তার কাছে মৌখিক অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।