Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পরিবহন ধর্মঘট অব্যাহত : দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা-ঢাকা রুটে চতুর্থ দিনেও চলছে বাস ধর্মঘট। ফলে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে ।গত বুধবার সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায়, ধর্মঘট চলায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে হতাশ হতে হচ্ছে অনেক যাত্রীকে। কেউ কেউ নছিমন, করিমনে করে জেলার নগরবাড়ী যাচ্ছেন। সেখান থেকে নৌপথে আরিচা হয়ে ঢাকা যাচ্ছেন। আবার কেউ কেউ নাটোরের বনপাড়া যাচ্ছেন। সেখান থেকে ঢাকায় যাচ্ছেন।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে গত ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের একজন শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথাকাটাকাটি হয়।
এর জের ধরে গত ১৩ জানুয়ারি শাহজাদপুরের শ্রমিকরা পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। এর পর থেকে নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ