Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে বাংলাদেশ মুসলিম লীগের ১১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের কান্দিভিটাস্থ নাটোর জেলা কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগ নাটোর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ আব্দুর রশিদ খাঁন চৌধুরী (শহীদ চৌধুরী) র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকবর হোসেন পাঠান, কার্যনির্বাহী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল খালেক, নাটোর জেলার যুগ্ম আহŸায়ক আব্দুল হালিম খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে নাটোর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বাংলাদেশ মুসলিম লীগের সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দলটির অনেক অবদান আছে। নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে এবং ২ হাজার তৎকালীন নবাব, রাজা, জমিদার এবং গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১৯০৬ সালের ৩০ শে ডিসেম্বর ঢাকার শাহবাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই দলটি সংগঠিত হয়। সেসময়ের অবহেলিত মুসলিমদের অধিকারের জন্য এই দলটি কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ