Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের হাতে আন্ত জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতারের বিষয়ে গতকাল (শনিবার) দুপুর আড়াইটায় কদমতলী গোলচত্বর ঢাকা জেলা দক্ষিন ডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। অতিরিক্ত পুলিশ সুপারের লিখিত বক্তব্য থেকে জানা যায় গত ১২ ডিসেম্বর মডেল থানার আটি জয়নগরের মোঃ ফারুক হোসেনের বসত বাড়িতে রাত ৩টার সময় ২০/২৫জন ডাকাত বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ১৫০,০০০ টাকা, ৮০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। পরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাইদুর রহাম, ঢাকা জেলা দক্ষিন ডিবির ইনচার্জ মোঃ শাহ জামান, ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আন্ত জেলা ৭ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, কবির ভূঁইয়া(৩৫), রুবেল(২৮), রাসেল(২৬), নিজাম ওরফে মিজান(৩২), কামাল ওরফে মাইক কামাল(৪০), দেলোয়ার হোসেন ওরফে দিলু(২৮), সোহরাব(৩০) । গ্রেফতারকুত ডাকাতদের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান লিখিত বক্তব্যে আরো বলেন, এই আন্ত জেলা ডাকাত দল কয়েকটি গ্রæপে ভাগ হয়ে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করে আসছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ মোঃ শাহ জামান, ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ