বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ষ্টাফ রিপোর্টার : গতকাল শনিবার ছিল পবিত্র ফাতেহা ইয়াজদহম এ উপলক্ষে রাজধানী ও সারা দেশে বিভিন্ন মসজিদ, মাদরাসা, দরবার খানকা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে যথাযথ ধর্মীয় মর্যাদায় আলোচনা মাহফিল এবং ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে দোয়া ও মোনাজাতে অলিকুলে শিরোমনি গাউছেপাকের উছিলায় মহান আলাহ্র দরবারে রহমত কামনা করা হয়।
ঢাকা আঞ্জুমানের মাহফিল
আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা উদ্যোগে যথাযথ ধর্মীয় মর্যাদায় বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)’র ওরশ মোবারক “ফাতেহা ইয়াজদাহম” উদযাপিত হয়। এ উপলক্ষে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসা প্রাঙ্গনে গাউছে পাকের জীবনি নিয়ে আলোচনাসহ খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া মাদরাসার প্রিন্সিপাল কাজী আব্দুল আলিম রিজভী, উপাধ্যক্ষ মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মাওলানা মোহাম্মদ নাছির, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা জসীম উদ্দিন আল আজহারী ওলামায়েকেরামগণ বলেন- ইসলামের সোনালী যুগ অতিক্রান্ত হওয়ার পর মুসলীম বিশ্বে যখন ভ্রান্ত মতামত মাথা চাড়া দিয়ে উঠে, ঠিক তখনই মুসলীম উম্মাহ সঠিক পথ প্রদর্শক হিসেবে গাউছে পাকের আগমণ ছিল খরার মাঝে রহমতের বৃষ্টির মতো। মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদ উলাহ্, ও কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসা গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম রতন, ঢাকা আঞ্জুমানের সেক্রেটারী আলহাজ্ব মোঃ সিরাজুল হক ট্রেজারার আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী, সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মালেক বুলবুল, হাজী নুরুল আমিন, শাহ্ হোসেন ইকবাল প্রমুখ।
বাদ যোহর মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।