বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট জেলা সংবাদদাতা : বিশ^বাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রায় ৩ লাখ মুসল্লির আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জয়পুরহাটে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। জয়পুরহাট শহরের চুনা পাথর প্রকল্পের বিশাল ময়দানে প্রায় তিন লাখ মুসল্লির অংশগ্রহনে সর্ববৃহৎ আখেরী মোনাজাত শুরু হয় দুপুরে। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের ফায়সাল হযরত মাওলানা ফারুক সাহেব।
আখেরী মোনাজাতে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান,জয়পুরহাট সদও উপজেলা জেলা চেয়ারম্যান ফজলুর রহমান,জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলি প্রধান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুরসহ দেশ-বিদেশের প্রায় ৩ লাখ মুসল্লি এই ইজতেমায় অংশ নেন। মুসল্লিগণের ৩ দিনের শান্তিপূর্ন ইবাদত শেষে দেশ, জাতি ও বিশ^ শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান জানান, নিরাপত্তা রক্ষায় ২৩৫ জন পুলিশ সদস্যর পাশাপাশী র্যাবের সার্বক্ষণিক টহল দল ছাড়াও তাবলীগ জামাতের কয়েক ’শ স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক মোতায়েন ছিল ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।