বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা: হেফাজতে ইসলাস বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও চট্রগ্রাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন বাংলাদেশের সংসদ ও সংবিধানে আল্লাহর আইন ও কুরআনের শাসন চালু হলে তবেই শান্তি আসবে। আল্লাহর আইন ও কুরআনের শাসন চালু না থাকাই অশান্তির মূল কারণ। গত শুক্রবার ফেনীর আল জামেয়া আল মাদানিয়া সিলোনিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবুনগরী আরো বলেন,যে নবীর রক্তমাখা দ্বীন ইসলাম আজ পৃথিবীতে প্রতিষ্ঠিত সে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাফের ,মুরতাদ ও বিধর্মীরা ইসলাম নিয়ে হাসি তামাশা করছে। আহছান নুর নামক এক কুলাঙ্গার কুরআনের অবমাননা করায় তার ফাঁসি দাবী করেন বাবুনগরী। মানবজাতির কল্যাণ আসতে হলে খোদায়ী সংবিধান চালু করতে হবে। কাফের,মুরতাদ ও বিধর্মীদের এ দেশে কোন স্থান নেই। তাদেরকে সমূলে উৎপাটন করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে।
বায়তুল মোকাদ্দাস সকল মুসলমানের সম্পত্তি। এটি রক্ষায় মুসলমানরা রক্তের বন্যা বইয়ে দিবে। ট্রাম্পের ঘোষণা কখনো বিশ্বেও দেড়শো কোটি মুসলিম বাস্তবায়ন হতে দিবে না। অএ মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতী আহমদ উল্ল্যার সভাপতিত্বে ও মাও মীর হোসেনের পরিচালনায় মাহফিলে আরো ওয়াজ করেন লালপুল সোলতানিয়া মাদ্রাসার মোহতামিম পীর মুফতী ছাইদ আহমদ, রশিদীয়া মাদ্রাসার মোহতামিম মুফতী শহীদুল্লাহ, ওলামা বাজার মাদরাসার মুহাদ্দিছ মাও. শিব্বির আহমদ, নোয়াখালী নাজিরপুর মাদ্রাসার মোহতামিম মাও.আবদুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।