Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ শহরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাতদদাতা : লোডশেডিং না থাকলেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ঝিনাইদহ শহরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। নতুন করে এই উটকো ঝামেলায় মানুষ হয়রানীর শিকার হচ্ছে। চাহিদার সব বিদ্যুৎ সরবরাহ হলেও কেন ঘন ঘন বিদ্যুৎ শুন্য হয়ে পড়ছে বিভিন্ন ফিডার তার স্পষ্ট ব্যাখা দিতে পারছে না ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন (ওজোপাডিকো)। তবে অভিযোগ উঠেছে লাইনে ফল্ট থাকার কারণে প্রায় সময় কারিগরী ত্রæটি দেখা দিচ্ছে। তাছাড়া ফিউজ ও ঝাম্পার কাটা নিত্যনৈমত্তিক ব্যাপা হয়ে দাড়িয়েছে। ঝিনাইদহ শহরের ডিসিকোর্ট ফিডারের বাসিন্দারা গত ২/৩ দিন ধরে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। ঘনঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে ঘরের ইলেক্ট্রিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এই ফিডারের আওয়াতাধীন উপ-শহরপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ জানান, শুক্রবার দিন রাত মিলে ৬/৭ বার কারেন্ট চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ