পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। গতকাল শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা বাড়ি ফিরে যান। আন্দোলন করে লাভ হবে না। এমপিও দেয়ার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাজেট বরাদ্দ না দিলে আমাদের কিছু করার নেই। শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এমপিও’র দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালনরত শিক্ষকদের মধ্যে। শিক্ষামন্ত্রীর বক্তব্য জানার পর তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে আন্দোলন আরো তীব্র এবং বেগবান করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আগামীকাল (আজ) থেকে আমাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। দাবি আদায়ের ব্যাপারে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো কঠোর আন্দোলনে আমরা সবাই প্রস্তুত। সরকারি সংস্থার (ব্যানবেস) জরিপ অনুযায়ী দেশে পাঁচ হাজার ২৪২টি এমপিওভুক্তকরণের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে ৮০ হাজারের অধিক শিক্ষক কর্মচারী রয়েছেন। বছরের পর বছর ধরে শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে চাকরি করছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকরা জানান, একদিন এমপিও হবে, তাদের সুদিন আসবে, ভাগ্যের চাকা ঘুরবে এই আশা নিয়ে তারা পড়ে আছেন এসব প্রতিষ্ঠানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।