Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ...

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আগুনে পুড়ে এক চোর গুরুতর আহত হয়েছে। আহত চোরকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে চোর চক্রের সদস্য লিটন ঢালী (৩৮) খুঁটির উপরে ওঠে । এ সময় ইলেকট্রিক ফায়ারে বিস্ফোরণ ঘটলে লিটন বিদ্যুতায়িত হয়ে আগুনে পুড়ে নিচে পড়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা চোর চক্রের সদস্য লিটনকে ক্ষেতে পড়ে থাকতে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিস ও থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্য লিটন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর এলাকার চাঁনমিয়া ঢালীর ছেলে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির শিবচর জোনাল অফিসের ডিজিএম মোঃ আকমল হোসেন বলেন, সম্প্রতি শিবচরে বৈদ্যুতিক লাইন থেকে ট্রান্সফরমার চুরির পরিমাণ ব্যাপকহারে বেড়ে গেছে। চুরিকালে ইলেকট্রিক ফায়ারে ১০ কেভিএ সাইজের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ