Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে ঘের ব্যবসায়ী ও যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা!

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আছাদুর রহমান (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছাদুর রহমান জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানান, শ্যামনগরের নুরনগর বাজারের পার্শ্ববর্তী ঘোষপাড়া বিল এলাকায় আছাদুর রহমানের একটি মৎস্য ঘের রয়েছে। রাতে সাইকেলে করে ঘেরে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায়, বুকে ও পায়ে ছুরি মেরে ফেলে রেখে যায়। আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডা. আয়ুব আলীর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ