Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরিবের দুম্বার গোশত বিত্তবানদের পেটে

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে গরিবের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস উপজেলঅ পরিষদ কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে শুক্রবার সন্ধ্যায় বিতরন করা কোন মাংসই প্রকৃত গরিব,দুস্থর ঘরে পৌছেনি। কেউ চোখেও দেখেনি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালে জেলা পরিষদ থেকে গরিব,দুস্থদের জন্য ৯৬ কার্টুন সখিপুর উপজেলা পরিষদে আসলে ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাংসের কার্টুন গ্রহন করেন। এ মাংস তাদের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। কিন্তু বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি,স্থানীয় আ’লীগ নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভাগবাটোয়ার করে নিয়েছেন। মাংস দেওয়া হয়নি শিশু পরিবারে এমনকি শহরের কোন এতিমখানা বা মাদ্রাসায়। সখিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.এরশাদুল আলম বলেন, ১২ থেকে ১৫ কেজি ওজনের ৯৬ কার্টুন দুম্বার মাংস শুক্রবার সখিপুরে আসে। কার্টনগুলো সুষ্ঠভাবে প্রতিটি ইউনিয়ন পরিষদে, পৌরসভা সহ সকলের মধ্যে বিতরন করা হয়েছে, এতিমখানাও দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ