রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার : সাভারের আশুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামিম মন্ডলকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে থানা যুবলীগের এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার মধ্যরাতে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা এলাকায় এঘটনা ঘটে।
আহত শামিম মন্ডলের ভাই হামিদুর রহমান মন্ডল জানান, পূর্ব শক্রুতার জের ধরে রাতে তার ভাইকে দুর্গাপুর পূর্বচালা এলাকায় একা পেয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে ও বাম পার রগ কেটে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে পথচারীরা তার গোঙ্গানী শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে আহতের পরিবারের অভিযোগ, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। আর সেই মাদক ব্যবসার প্রতিবাদ করায় শামিমকে কুপিয়ে জখম করে। এনিয়ে এর আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছে।
তবে আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাকে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত চলছে। তার সাথে আমার পূর্বের শত্রæতা রয়েছে। কিন্তু আমি তার উপর হামলা করিনি।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।