Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্দ্যোগে বর্নাঢ্য আয়োজনে ১২৮ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুর্নমিলনী-২০১৭ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠানে সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সংস্কৃতিজন, সমাজসেবক, গবেষক সহ বিভিন্ন পেশায় ও বিভিন্ন অংগনের প্রতিষ্ঠিদের উপস্থিতি ছিল স্মরণকালের সেরা মেলবন্ধণ। যা মিলন মেলায় মুখরিত হয় বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন চত্ত¡র। পুরনো সহ পাঠিদের সাথে মিলিত হতে পেরে আবেগ আপ্লুত হয়ে পরেন। পুর্নমিলনী অনুষ্ঠানের মধ্যে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সকাল ৮টায় রেজিট্রেশন। সকাল ১০টায় বর্নাঢ্য র‌্যালী ও উদ্বোধন অনুষ্ঠান। এ সময় জাতীয় ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের করেন বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহŸায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. শাহে আলম এবং সদস্য সচিব মো. মাসুদুর রহমান । বিভিন্ন অতিথিরা শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানে স্মৃতিচারনমুলক বক্তৃতা করেন ডেইলী হলি ডে’র ভারপ্রাপ্ত সম্পাদক প্রাক্তন ছাত্র আব্দুর রহমান খান, পৌরমেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ব্রিগেডিয়ার (অব:) ডা. মো: আব্দুল্লাহ আল-ফারুক, লেখিকা মাসুমা আলম বেবী ক্যাপ্টেন (অব:) এম এ জব্বার, অধ্যাপক মন্টু লাল কুন্ডু, সুলতান হোসেন খান,সুশান্ত ঘোষ দস্তিদার, গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, মো: সাজ্জাদ হোসেন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ