Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী তান্ডব ফুটে ওঠেছে : রিজভী

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সশস্ত্র ক্যাডারদের পুরনো তান্ডব আবারও ফুটে ওঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতেও ভোটের আগে রাতেই ব্যালট বাক্স ভর্তি, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, বিএনপি প্রার্থীদের উপর হামলার মাধ্যমে রকিব মার্কা নির্বাচনের পূণরাবৃত্তি হলো। গতকাল (শুক্রবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোটগ্রহণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সশস্ত্র ক্যাডারদের সে পুরানো তান্ডব তা আবারও ফুটে ওঠেছে। বিভিন্ন এলাকার ভোট জালিযাতির কিছুটা খÐচিত্র গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা আওয়ামী তান্ডবের ছবি তুলতে গেলে ক্যামেরা ভাংচুরসহ সাংবাদিকদের বেধড়ক মারধর করে আওয়ামী সন্ত্রাসীরা। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ভোট কেন্দ্র দখল করে আগের রাতেই বাক্স ভরে রাখা, সকাল ১০টার আগেই ভোট শেষ হয়ে যাওয়া, ব্যালট পেপার ছিনতাই, বিএনপি প্রার্থীর এজেন্ট ও ভোটারদের মারধর করে কেন্দ্র থেকে বের করে জাল ভোটের মহোৎসব, প্রকাশ্যে সহকারি প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের জাল ভোট প্রদান, হামলা, ভাংচুরসহ নানা তাÐব চলে নির্বাচনী এলাকাগুলোতে। এমনকি ভোট কেন্দ্র থেকে ভোটারদের মারধর করে বের করে দিয়ে স্কুল ছাত্রদেরও লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।
নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় সংঘটিত ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভোটের আগের রাতেই কুমিল্লার বিভিন্ন এলাকার ২০টি কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরে রাখে। সকালে ভোটাররা সেসব কেন্দ্রে ভোট দিতে গেলে বলা হয় ব্যালট পেপার নেই। তাই ভোট নেওয়া যাবে না। ভোলার চরফ্যাশনের জিন্নাঘর, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে আগের রাত থেকেই ভোট দেওয়া শুরু করে আওয়ামী লীগ। সকালে আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে বাকী নির্বাচনী কাজ সম্পন্ন করে। বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। জামালপুরের বকশিগঞ্জেও পৌর নির্বাচনে কেন্দ্র দখলকরে তাÐবলীলা চালায় ক্ষমতাসীন দলের সদস্যরা। কুমিল্লার চার উপজেলার ১৫ টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে রাতেই ব্যালটে সিল মেরে রাখে ক্ষমতাসীন দলের লোকেরা। ল²ীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন দুই নারীসহ চার জন। ওই ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র তাÐব চালায়। বিএনপির পক্ষ থেকে বার বার প্রতিবাদ করলেও এমনকি আওয়ামী সন্ত্রাসীদের তাÐব সুস্পষ্টভাবে মিডিয়ায় প্রচার হলেও বর্তমান সিইসিসহ নির্বাচনী কর্মকর্তারা কোন কর্ণপাত করেননি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া দুরে থাক, নির্বাচনী পরিবেশ তৈরি দুরে থাক, তারাও ক্ষমতাসীন দলকে বিজয়ী করতে প্রকাশ্যে অবস্থান নেয়। আমরা আবারও সেই রক্তাক্ত জালভোটের মহোৎসব দেখলাম। এ নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বর্তমান সিইসি নুরুল হুদার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না, তিনি যতোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন, সেটি জনগণের সাথে ধাপ্পাবাজি ছাড়া কিছুই নয়। তিনি আওয়ামী সরকারের ছায়াঘেরা পথেই হেঁটে নির্বাচন পরিচালনায় নিজ প্রভুদের খুশী করবেন। এর বাইরে তিনি যেতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনারের অধীনে যেকোন নির্বাচনই ইতিহাসে কলঙ্কমাখা নির্বাচনের স্মারক হয়ে থাকবে। কে এম নুরুল হুদা সাহেবকে প্রধান নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে শুধুমাত্র জনগণকে কোণঠাসা করে ভোট কেন্দ্র সরকারী সন্ত্রাসীদের কাছে ইজারা দিতে।
এছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।

 



 

Show all comments
  • খোরশেদ আলম ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:৫২ এএম says : 0
    আপনাদের সাংগঠনিক অবস্থানকে আরো মজবুত করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ