Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-ঢাকা রুটে ১৫ কিলোমিটার যানজট

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর যান চলাচল বন্ধ হয়ে যানজট যায়। যানজটে পঞ্চবটি হতে মুক্তারপুর, পঞ্চবটি হতে পোস্তাগোলা ও পঞ্চবটি হতে চাষাড়া পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েন কর্মস্থল ও গন্তব্যস্থানে যাওয়া মানুষজন। যানজটের কারণে যাত্রী সাধারণ পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে বিভিন্ন পরিবহনের চালকদের। রাস্তায় আটকে পড়ে শতশত যানবাহন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় এ বিশাল যানজটের দৃশ্য।
যানজটে আটকে থাকা এক ট্রাক চালক বলেন, ভোর ৪টার সময় পঞ্চবটি এসে আটকা পড়েছেন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কাজ করতেও দেখা যাচ্ছে না। কখন এ যানজট নিরসন হবে এর কোনো নিশ্চয়তা নেই।এদিকে, যানজট নিরসনের বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন জানান, বিকল হয়ে যাওয়া গাড়িটি সরাতে পারলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেকার পাঠানো হয়েছে। ২/৩টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ