রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলাম (৪০) হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে সদর থানা পুলিশ আসলামকে পৌর শহরের সাপটানা বাজার থেকে গ্রেফতার করেন। সে ওই এলাকার নুরুল হক মাছুয়া পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার এএসআই (নিঃ) রিয়াজুল হক সঙ্গীও ফোর্স নিয়ে শহরের সাপটানা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার আসামী, কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলামকে ১০৩ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে লালমনিরহাট থানায় মামলা করা হয়েছে।
এ ছাড়াও কুখ্যাত সন্ত্রাসী আসলাম লালমনিরহাট পৌরসভার সাপটানা বাজার এলাকার পরশ (২৬) হত্যা মামলার ১নং আসামী ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের আহাম্মদ আলীর পুত্র রাজু (২৫) হত্যা মামলার ১নং আসামী। লালমনিরহাট পৌরসভার পুটিমারীর দোলায় ১বছরের মাথায় পর পর এ দুটি হত্যা কান্ড সংঘটিত হয়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম বলেন, শীর্ষ সন্ত্রাসী আসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, পুলিশের কাজে বাঁধা ও মাদক ব্যবসাসহ ১৩টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।