Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলী থানায় অভিযোগ দায়ের হত্যার উদ্দেশ্যে কৃষককে গুরুতর জখম

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলী কাগইলের পীরপাড়া গ্রামে অতর্কিত হামলা চালিয়ে দিনমজুর কৃষক জামিরুল সাকিদার মিঠু (৪৫) কে বেদমভাবে মারপিটে গুরুত্বরভাবে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাগইল ইউনিয়নের পীরপাড়া গ্রামে। এ ঘটনায় গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার কাগইলের পীরপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার পুত্র দিনমজুর কৃষক জামিরুল সাকিদার মিঠু নিজ বাড়ীতে অবস্থান করছিল। হঠাৎ ঐদিন সন্ধ্যা’য় ২টি সিএনজি যোগে একই ইউনিয়নের বাদপাড়া গ্রামের বিবাদী পিন্টু, মোওলা, মিনারুল, আজম’সহ আরো ৫থেকে ৬জন অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লাঠি ও লোহার রড নিয়ে মিঠুর বাড়ীতে প্রবেশ করে। এরপর মিঠুকে ঘরে একা পেয়ে তাঁকে হত্যার উদ্যেশ্যে অকর্থ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারী ভাবে মারপিটে গুরুত্বর ভাবে জখম করে আহত করে। এ সময় বিবাদীগন মিঠুর নিজ শয়ন ঘর থেকে নগদ ২লাখ ৫০হাজার টাকা ও আলমারীর ভিতরে থাকা ১টি স্বণের্র চেইন, ১জোরা হাতের বালা ও দেড়ভরি স্বণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পযার্য়ে মিঠুর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জামিরুল সাকিদার মিঠু বাদী হয়ে বাদপাড়া গ্রামের বাদশার পুত্র পিন্টু’কে প্রধান বিবাদী করে ৪জনের নাম উল্লেখপূর্বক একটি লিখিত অভিযোগ গাবতলী মডেল থানায় দায়ের করে। অভিযোগে অন্যান্য বিবাদীরা হলো মোওলা, মিনারুল, আজমসহ অজ্ঞাত আরো ৫-৬ জন। গাবতলী মডেল থানার ওসি মোঃ খায়রুল বাসার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ