Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান ঘর নির্মান করে ব্যবসা চালিয়ে যাচ্ছে মামুন ফল ভান্ডার নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মামুন। 

উপজেলার প্রাণ কেন্দ্র ওয়ালিয়া বাজারের (বনপাড়া-লালপুর)রাস্তা সংলগ্ন বাস স্ট্যান্ডে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন থেকে ব্যবসা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটির মালিক মামুন। শুধু দোকান ঘর নির্মাণেই খান্ত নয় প্রতিষ্ঠানটির মালিক, দোকানের সামনে রাস্তা ঘিরে হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে রেখেছে। যার কারনে প্রতিদিনই ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথযাত্রীদের। দোকান কেন্দ্র করে রাস্তায় দাঁড়াতে পারে না কোন পথযাত্রী ও যানবাহন। ফলে রাস্তাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া এ দোকানের কারনে পার্শ¦বর্তী ওয়ালিয়া ইউনিয়ন পরিষদে যাওয়ার মূল সড়কটি চলাচলে বিঘœ ঘটছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ খাদ্য আইন সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, আগামি ১৫ দিনের মধ্যে সরকারী জায়গা থেকে মামুন ফল ভান্ডারকে তার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। এতে ওয়ালিয়াবাসি সস্তি পেলেও প্রায় ৬ মাস পার হলেও বাস্তবে তার কার্যকর না হওয়া স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভে দানাবাঁধতে শুরু করেছে। অনেকেই বলেন, প্রশাসন কি মুষ্টিমেয় কয়েক জনের জন্য? না কি সবার জন্য?। যদি সবার জন্যই হয়ে থাকে তবে সরকারি জায়গা দখল করে কিভাবে এতদিন যাবত ব্যবসা চালায়? প্রশাসন কি কিছুই করতে পারেনা? এদিকে পার্শ¦বর্তী মামনি গার্মেন্টস এর মালিক সাইদুর রহমান বলেন, এই অবৈধ ঘর ভাঙ্গার জন্য বাজারের ব্যবসায়ীদের স্বাক্ষর করা দরখাস্ত উপজেলা প্রশাসন বরাবর কয়েক দফা জমা দেয়ার পরেও কোন কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে, শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ