বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : হুকুমের আসামি ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলীকে বাদ দিয়েই আগামী এক সপ্তাহের মধ্যে ময়মনসিংহ নগরীর চাঞ্চল্যকর কিশোর জাহাঙ্গীর হত্যা মামলার চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ।
ফলে নগরীর আলোচিত এ হত্যাকান্ডের মূল কুশীলব মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী পার পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন জাহাঙ্গীরের স্বজনেরা। পুলিশের এমন আচরণে তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, মিছিলে না যাওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ৭ সেপ্টেম্বর অপহরণ করা হয় নগরীর কৃষ্টপুর আদর্শ কলোনির বাসিন্দা জাহাঙ্গীরকে। সপ্তাহ খানেক পর গত ১৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংকের ভেতর থেকে এ কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকান্ডের ঘটনায় জাহাঙ্গীরের দাদী জোসনা বেগম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী’র দুই ছেলে রিপন ও আর এম রাসেলকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রিপন পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে এ মামলার অন্যতম আসামি আলমগীর (২০) ও আরএম রাসেল পুলিশের কাছে আতœসমর্পণ করে। রিমান্ডেও নেয়া হয় তাদের। এ হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার হন আরো ৩ আসামি। পরবর্তীতে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। কিন্তু হুকুমের আসামি হিসেবে হত্যাকান্ডের মূল হোতা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলীকে এখনো পুলিশ গ্রেফতার না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিহত জাহাঙ্গীরের স্বজন ও আদর্শ কলোনির বাসিন্দারা।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার বাদী জোসনা বেগম অভিযোগ করেন, মামলার এজাহারে হোসেন আলীকে এক নম্বর আসামি করার দাবি ছিল আমাদের। কিন্তু জাতীয় পার্টির নেতা হওয়ায় পুলিশ তাকে আসামি করতে দেয়নি। তিনি অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বার বার বলেছেন, হোসেন আলীকে গ্রেফতার করার পর আসামি করা হবে। কিন্তু হোসেন আলীকে পুলিশ রহস্যজনক কারণে এতোদিন গ্রেফতার করেনি। এখন চার্জশিটেও তার নাম দেয়া হচ্ছে না। অথচ হোসেন আলীর ছেলেরা জামিনে বেরিয়ে এসে উল্টো আমাদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন ইসলাম খান বলেন, বাদীর অভিযোগ সঠিক নয়। মামলার এজাহার থেকে শুরু করে ১৬৪ ধারার জবানবন্দি কোথাও হোসেন আলীর নাম নেই। সব স্বাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই আগামী সপ্তাহেই আদালতে এ হত্যা মামলার চার্জশিট প্রদান করা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।