Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইটার জাহাজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চান ব্যবসায়িরা

সঙ্কট নিরসনে চট্টগ্রাম বন্দরে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : লাইটার সংকট কাটাতে জাহাজ আমদানির সহজ করতে নির্দিষ্ট সময়ের জন্য শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ সুবিধা চেয়েছেন। বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে দ্রæত সারসহ পণ্য খালাসের লক্ষ্যে লাইটার জাহাজের সুষ্ঠু ব্যবহার ও লাইটার সরবরাহ বাড়াতে বৃহস্পতিবার বিকেলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
সভায় লাইটার সংকট নিরসনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আগামী বছরের মার্চের মধ্যে সদরঘাটে নির্মিত পাঁচটি লাইটার জেটি চালু, আগস্টের মধ্যে পতেঙ্গায় ৩টি লাইটার জেটি নির্মাণ, লাইটার জাহাজের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ঘাটে ঘাটে লাইটার জাহাজ থেকে সার খালাস ব্যবস্থা তদারকি, ঘাটে পণ্য খালাসে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, নতুন লাইটার জাহাজ ব্যবহারের আওতায় আনা।
সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, পণ্য আমদানি বেড়ে গেছে। ফলে লাইটার জাহাজের সংকট তৈরি হয়েছে। লাইটার জাহাজ পরিচালনায় যে অবনতি তাতে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম বলেন, জাহাজগুলো গুদাম হিসেবে ব্যবহারের কারণে সমস্যা বেড়েছে। লাইটার জাহাজ থেকে দ্রæত পণ্য খালাস হলে এ সমস্যা হতো না। এফবিসিসিআই প্রতিনিধি মাহফুজুল হক শাহ সংকট মোকাবেলায় লাইটার আমদানিতে সাময়িকভাবে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানান। বহির্নোঙরে জাহাজের গড় অবস্থান ১৯ দিন জানিয়ে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শামসুজ্জামান বলেন, পুরো সক্ষমতা কাজে লাগানো গেলে গড় অবস্থান সময় দুই-তিন দিনে নামানো যাবে।
এতে বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নাহিদা ফরিদী, বিএডিসি চট্টগ্রামের যুগ্ম পরিচালক একে সামশুদ্দিন, বিসিআইসি’র জেনারেল ম্যানেজার (সার ব্যবস্থাপনা) মো. মনজুর রেজা, চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি অঞ্জন শেখর দাশ, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুব চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আখতার হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ