Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর

দৌলতপুর পিএম কলেজে ফরম পুরণে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর পিএম কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপি’র পিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বোর্ড নির্ধারিত ফিস ছাড়াও অতিরিক্তি ফিস আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাংচুর করে। একই দাবিতে বুধবারও পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ভাংচুর করেছে। পরীক্ষার্থীদের অভিযোগ, এবছর এইচএসসি পরীক্ষার ফরম পুরণের জন্য যশোর বোর্ড প্রতিজন পরীক্ষার্থীর জন্য ১৭৬০ টাকা নির্ধারন করলে ফিলিপনগর পিএম কলেজ কতৃপক্ষ প্রতিজন পরীক্ষার্থীর কাছ থেকে ৪২’শ টাকা করে আদায় করছেন। কেউ দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে ফরম পুরণ করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে পিএম কলেজের প্রায় দেড়শত পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও কলেজের চেয়ার টেবিল ভাংচুর করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
মামুন নামে এক পরীক্ষার্থী জানান, আমরা পদ্মা নদী ভাঙ্গা এলাকার অসহায় দরিদ্র পরিবারের ছেলে। এত টাকা দিয়ে ফরম ফিলাপ করবো কিভাবে। নাসরিন আক্তার নামে এক পরীক্ষার্থী একই অভিব্যক্তি প্রকাশ করে জানান, ফরম ফিলাপে অতিরিক্তি টাকা আদায়ের প্রতিবাদ করায় কলেজের প্রিন্সিপাল স্যার উল্টো আমাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়েছে। তবে পিএম কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নান জানিয়েছেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নিদের্শে ফরম ফিলাপের জন্য ৪২’শ করে নির্ধারন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ