বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার ভোর ৫ টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিক কুয়াশার প্রকোপ কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে ৪ শতাধিক যানবাহন আটকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে হঠাৎ কুয়াশা বাড়তে শুরু করে। কূয়াশার প্রকোপ বৃদ্ধি পেলে নৌ চলাচলের দিক নির্দেশনা বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ৪ টি ফেরি নোঙর করে রাখা হয়। এসময় প্রচন্ড শীতে ফেরিতে আটকে পড়া যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। সকাল ১০ টার দিক কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ৪ শতাধিক যানবাহন আটকে পড়ে।
বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুস সালাম মিয়া বলেন, ‘ঘন কূয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকে ছিল। কুয়াশা কাটার পর ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা যাত্রীবাহি পরিবহন ও কাঁচামালবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।