Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক লাখ ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে র‌্যাবের অভিযান

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার সোনাইছড়ি লামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ ২০ হাজার ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। র‌্যাব জানায়, সেখানে দেশীয় মদ উৎপাদন, মজুদ এবং ক্রয়-বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে গত বুধবার গভী রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মওমে মার্মা (৫৫) ও উলামং মার্মা (৩৫)। তাদের দেখানো মতে, ড্রাম, বালতি, পাতিল, মাটির নিচে ড্রামে লুকানো, প্লাষ্টিকের জারিকেন, প্লাষ্টিকের কন্টিনারে রক্ষিত এসব চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সারোয়ার কামালের উপস্থিতিতে এসব মদ ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ কোটি ১০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত র‌্যাবের অভিযানে ৬৯ লাখ ২১ হাজার ২৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ৯২৩ বোতল বিদেশী মদ ও বিয়ার, ৫ লাখ ১২ হাজার ১৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৬৭৫ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার হয়।
এদিকে নগরীর ‘মাদকের আখড়া’ হিসেবে কুখ্যাতি পাওয়া বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে সদরঘাট থানার বরিশাল কলোনির রেলওয়ে মালিপাড়ায় ওই অভিযানে সাত হাজার ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান। গ্রেফতার তিনজন হলেন- রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ