Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

১৫টি ঘর ভাঙচুর, আহত-১০, আটক-১

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ল²ীপুরে ইউপি নির্বাচন সংঘর্ষ
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে পশ্চিম চর আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১৫টি বাড়িঘদের হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এতে নারী-পুরুসসহ অনন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্যে মেজবাহ উদ্দিন মেজু, জাহের মাঝি ও ফয়সলকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদেরর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকাল ও দুপুরে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজ উদ্দিন নামে একজন ও বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে আরো ৪জনকে আটক করা হয়। এছাড়া দুপুর বারোটার দিকে সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে ইউপি সদস্য প্রার্থী হেলাল উদ্দিন রিপন। পরে পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ