Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরুজালেমকে শত্রু মুক্ত করতে দুনিয়ার মুসলিম এক হও

জৈনপুরী পীর সাহেবের আহবান

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি নরসিংদী মনোহরদীর হাতিরদিয়া বিলাগী মিয়া বাড়ী মাদরাসা ও এতিমখানা মাঠে ২ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আশ্রাফ উদ্দিন ভ‚ঞা ও ফারুক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমীরে সত্যের ডাক, বিশ্ব বিখ্যাত তরীকায়ে জৈনপুরীর মুরশেদে কামেল আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। প্রধান বক্তা ছিলেন প্রফেসর মাওলানা মুসলেহ উদ্দিন। বয়ানে পীর সাহেব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে ঘোষণা দিয়া বিশ্ব মুসলিমের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়াছে। যে কোন বিনিময়ে সাবেক কাবা বাইতুল মুকাদ্দাসকে শত্রæমুক্ত করতে হবে। তাই পীর সাহেব সারা বিশ্বের মুসলমানকে একতাবদ্ধ হয়ে ইসলামের দুষমনদের থেকে আল্লাহর পবিত্র ঘরসহ জেরুজালেমকে শক্রমুক্ত করার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, মুসলামানদের জীবনের মুখ্য উদ্দেশ্য দুইটি; হয়ত বাতেলের মুকাবিলা করে বেঁচে থেকে গাজী হোন, নয়ত আল্লাহর রাস্তায় জীবন দান করে শহীদ হোন উভয়ের জন্যই রয়েছে বিনা হিসাবে জান্নাত এবং কবরে কিয়ামত পর্যন্ত চিরঞ্জীব থাকার সৌভাগ্য। যারা প্রকৃত শহিদ অথবা গাজির মর্য্যাদা অর্জন করবে তারা কবরে সারা জীবন অর্থাৎ কিয়ামত পযর্ন্ত জীবিত থাকবে, বেহেস্তী খানা ভক্ষন, জান্নাতী লেবাছ পরিধান এবং সর্গীয় বিছানায় সয়ন করবে। বিশাল শ্রোতা ও আশেকীনদেরকে লক্ষ্য করে বলেন, আসুন! আমরা নবীজির আদর্শে জীবন গঠন করি। নবীজির তরীকাহ বাস্তবায়ন করত : আদর্শ সমাজ গঠনে আমার প্রতিষ্ঠিত সংগঠন ‘‘সত্যের ডাকের’’ সদস্য হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করুন। অবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে জৈনপুরী পীরসাহেব আখেরী মুনাজাত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ