Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে বিদ্যুৎ বিভাগের (পিডিবি) আবাসিক প্রকৌশলী কর্মকর্তার বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে অবৈধ সেচ মটরে (ত্রিফেজ) লাইনের বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ মটর মালিকের কাছে থেকে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তা অবৈধ মটরে (ত্রিফেজ) বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। তানোর পৌর এলাকার বুরুজ গ্রামের বরুজ মৌজায় অবস্থিত আবুল কালাম আজাদের অবৈধ মটরে এই সংযোগ দেয়া হয়েছে। এদিকে এলাকাবাসির পক্ষে শামসুল আলম জুয়েল বাদি হয়ে ওই মটরে বিদ্যুৎ সংযোগ না দেবার জন্য বিএমডিএ এবং বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু রহস্যজনক কারণে তাদের অভিযোগ উপেক্ষা করে অবৈধ ওই মটরে বিদ্যুৎ (ত্রিফেজ) সংযোগ দেয়া হয়েছে বলে বাদি অভিযোগ করেছে।
চলতি বছরের ২৭ ডিসেম্বর বুধবার সরেজমিন দেখা গেছে, বুরুজ গ্রামের একটি বাঁশঝাড় ও পুকুরের পাড়ে বসানো হয়েছে ১০ হর্স পাওয়ারের একটি মটর। স্থানীয় বিএনপির সক্রীয় কর্মী ও সরণজাই ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ ও তার এক সহযোগী ‘ডেইরি ফার্ম’ নাম দিয়ে ওই মটর স্থাপন করেন। কিšত্ত ডেইরি ফার্ম নাম দিয়ে মটর স্থাপন করা হলেও এখন তিনি সেচ পানি ব্যবসা শুরু করেছেন। এদিকে সেচ ব্যবসার জন্য তিনি বিএমডিএ’র গভীর নলকুপ স্কীমের ড্রেন ভেঙ্গে দিয়ে তার মটরের পানির লাইনের জন্য আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ শুরু করেছেন। অথচ সেখানে (স্বীমে) কমান্ড এরিয়ায় অনেক আগে থেকেই একটি গভীর নলকুপ ও একটি মটর রয়েছে। এই অবস্থায় যদি একই স্কীমে আজাদের মটরে সেচ দেয়া হয় কাহলে জমি সঙ্কটের কারণে একটি গভীর নলকুপ ও একটি মটর বন্ধ হয়ে যাবে। অথচ কালামের মটারের উত্তরে প্রায় ৬০০ ফিট দূরে রয়েছে একটি গভীর নলকুপ ও পশ্চিমে প্রায় ৩০০ ফিট দূরে রয়েছে সেচ কমিটি অনুমদিত একটি মটর। ফলে কোনো অবস্থাতেই গভীর নলকুপ ও মটরের স্কীমের মধ্যে নতুন কোনো মটর স্থাপনের কোনো সুযোগ নাই। কিšত্ত কালাম সব নিয়মনীতি ও স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে অবৈধভাবে মটর স্থাপন করেছেন। আবার সেচ কমিটির অনুমোদন ব্যতিত বিদ্যুৎ বিভাগ যথারীতি সেই মটরে (ত্রিফেজ) বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। অথচ সেচ কমিটির অনুমোদন ব্যতিত সেচের জন্য কোনো মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে না বলা আছে। এব্যাপারে তানোর বিদ্যুৎ (পিডিবি) বিভাগের আবাসিক প্রকৌশলী আবু সাইদ হেলালী অভিযোগ অস্বীকার করে বলেন,কারখানার জন্য কালামের মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, তিনি কোনো অবস্থাতেই সেচ কাজে মটর ব্যবহার করতে পারবেন না। এব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, গভীর নলকুপ স্কীমে (কমান্ড) এরিয়ায় কোনো অবস্থাকেই সেচ কাজের জন্য মটর স্থাপন করা যাবে না আর বিদ্যুৎ সংযোগের তো প্রশ্নই আসে না। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, ভূগর্ভে পানির স্থর দ্রæত কমে যাবার কারণে অনেক আগেই সেচ কমিটি মটার বসানো নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, তারপরও যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে যোগাযোগ করা হলে আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সব নিয়মনীতি অনুসরণ করে মটর স্থাপন ও বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ