প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক বাস ভর্তি নার্স অপহৃত হয় ইরাকে। আইএসসি নামে একটি জঙ্গি সংগঠন দাবি করে তাদের হাতেই বন্দি আছে নার্সরা। এর মধ্যে ২৫ জন নার্স হল ভারতীয় নাগরিক। তাদের যে করেই হোক উদ্ধার করতে হবে। এই কাজে র এজেন্ট অবিনাশ সিং রাঠোড় ওরফে টাইগারের চেয়ে আর দক্ষ কে আছে? কিন্তু তার খোঁজ নেই অনেক দিন ধরে। টাইগারের বস শিনয় (গিরীশ কার্নাড) খুঁজতে খুঁজতে টাইগারকে পেয়ে যায়। আল্পসে সে তার ছেলে আর জোয়াকে (ক্যাটরিনা কাইফ) নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছে। দেশের পাশে দাঁড়াবার জন্য সে মিশনটি গ্রহণ করে। পাশাপাশি একসময়ের পাকিস্তানি গুপ্তচর জোয়াও এই মিশনে টাইগারের সঙ্গী হয় কারণ অপহৃতদের দলে তার দেশেরও ১৫ জন নার্স আছে। তাদের দলে যোগ দেয় ভারত আর পাকিস্তানের কয়েকজন সদস্য তাদের মধ্যে আছে একজন স্নাইপার, একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং একজন বোমা নিষ্ক্রিয়কারী।
বলিউড শীর্ষ পাঁচ
১ টাইগার জিন্দা হ্যায়
২ ফুকরে রিটার্নস
৩ ফিরাঙ্গি
৪ তেরে ইন্তেজার
৫ তুমহারি সুলু
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।