Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


জেক ক্যাসড্যান পরিচালিত কমেডি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল’; ১৯৯৫ সালের ‘জুমানজি’র সিকুয়েল এটি। ‘সেক্স টেপ’ (২০১৪), ‘ব্যাড টিচার’ (২০১১), ‘ওয়াক হার্ড : দ্য ডিউয়ি কক্স স্টোরি’ (২০০৭) এবং ‘অরেঞ্জ কাউন্টি’ (২০০২) ক্যাসড্যান পরিচালিত চলচ্চিত্র।
চার কিশোর-কিশোরী- স্পেন্সার (অ্যালেক্স উল্ফ), বেথানি (ম্যাডিসন আইসম্যান), মার্থা (মরগ্যান টার্নার) আর অ্যান্থনি ওরফে ফ্রিজকে (সের’ডারিউস বেøইন) স্কুল থেকে তলকুঠরি সাফ করার শাস্তি দেয়া হয়। ফ্রিজে সেখানে জুমানজি নামের একটি ভিডিও গেমসহ একটি পুরনো ভিডিও গেম কনসোল কুড়িয়ে পায়। তারা নির্দিষ্ট ভূমিকা বেছে নিয়ে গেমটি খেলা শুরু করে। তারা সঙ্গে সঙ্গে সেই গেমের জগতে ঢুকে যায়। স্পেন্সার হয়ে যায় ড. স্মল্ডার (ডোয়েন জনসন), ফ্রিজ হয় মুজ ফিনবার (কেভিন হার্ট), মার্থা হয় রুবি রাউন্ডহাউস (ক্যারেন গিলান) আর সবচেয়ে সুন্দরী বেথানি আতঙ্কিত চোখে দেখে সে পরিণত হয়েছে মাঝবয়সী পুরুষ শেলি ওবেরনে (জ্যাক বø্যাক)। তাদের প্রত্যেকের রয়েছে বিশেষ বিশেষ ক্ষমতা। আর এই ক্ষমতা ব্যবহার করেই তাদের জুমানজির প্রতিকূল বন থেকে বেরিয়ে আসতে হবে।
আগের পর্বের ২০ বছর পরের কাহিনী এটি।
হলিউড শীর্ষ পাঁচ
১ স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডাই
২ জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল
৩ পিচ পারফেক্ট থ্রি
৪ দ্য গ্রেটেস্ট শোম্যান
৫ ফার্ডিনান্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ