প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: নতুন বছরের সূচনায় থাইল্যান্ডের বিখ্যাত সুলালঙ্করণ ইউনিভার্সিটিতে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ থেকে ২৯ জানুয়ারি। এতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইনসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সংগীতশিল্পীরা এ ক্যাম্পে যোগ দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ড. সাইম রানার নির্দেশনায় ‘মিউজিক অব দ্য রিভার ইন গ্রেট ডেলটা’ গীতিনাট্য পরিবেশিত হবে। পাশাপাশি ‘ট্রাডিশনাল মিউজিক অফ বেঙ্গল’ শিরোনামে কর্মশালাও পরিচালনা করবেন তিনি। এ প্রসঙ্গে ড. সাইম রানা বলেন, ‘হাজার হাজার বছর আগে হিমালয় থেকে নেমে আসা এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে অভিবাস গড়েছে নদী মাতৃক এই বঙ্গীয় বদ্বীপে। কিসের নেশায় তারা জড়ো হয়েছিল, তারই প্রতিবেদন পরিবেশিত হবে ব্যাংককে।’ ড. সাইম রানার তত্ত¡াবধানে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্পে আরও যোগ দিবেন সংগীত বিভাগের পিএইচডি গবেষক স্মরণ প্রত্যয় ছাড়াও শিক্ষার্থী আজরিন আক্তার, ছায়েদুল হক সানি, নাদিম হোসাইন, ভাষা আশরাফ, রায়হান আনসারী, আনন্দময়ী কুন্ডু, শমিতা বালা ও তুষার মাহমুদ। উল্লেখ্য, আগামী ২০১৯ সালে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়েই বসতে যাচ্ছে সংগীতের বিশ্ব আসর। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্র্যাডিশনাল মিউজিক আইসিটিএম এর দ্বিবার্ষিক বিশ্বসভাকে কেন্দ্র করে এবারের ক্যাম্প বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।