Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্থিক সক্ষমতায় অঅঅ ক্রেডিট রেটিং স্বীকৃতি ধরে রাখলো মেটলাইফ

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আবারও ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ঈজঅই) থেকে ট্রিপল এ (অঅঅ) ক্রেডিট রেটিং পেয়েছে মেটলাইফ।  বীমা ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সক্ষমতা ও শক্তিশালী তহবিল কাঠামো রেটিং ট্রিপল এ। ২০১০ সাল থেকে টানা ছয়বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি পেলো মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফের ক্রেডিট রেটিং-এর এ অর্জন প্রতিষ্ঠানটির বীমাকারীদের দায় পূরণে সক্ষম তহবিল ও আর্থিক সামর্থ্যকে প্রকাশ করে। এ স্বীকৃতি দেয়ার সময় বীমার প্রবিধানের প্রকৃতি ও বীমা আইন ২০১০ এবং এ সম্পর্কিত বিজ্ঞপ্তি ও নির্দেশনার পাশাপাশি আইডিআরএ থেকে ইস্যুকৃত অন্যান্য প্রায়োগিক আইন ও বিধিমালার সাথে বীমা প্রতিষ্ঠানের সামঞ্জস্যতা যাচাই করে দেখে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ঈজঅই)। প্রতিষ্ঠানের আর্থিক অনুপাত, প্রতিবেদন ও অন্যান্য তথ্যের গুণগতমান এবং পরিমাণগত বিশ্লেষণের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং  প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও, প্রশাসনিক নীতি, বীমা ও তথ্য ব্যবস্থাপনা, কম্পøায়েন্স এবং নানা বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির কাজের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
ঈজঅই-এর প্রতিবেদনে বলা হয়, এ রেটিং মেটলাইফের শক্তিশালী প্রতিযোগিতামূলক অবস্থান, সুযোগ্যভাবে পরিচালনার দক্ষতা, মুনাফা ও সম্পদের উচ্চমানের পাশাপাশি শক্তিশালী তারল্য অবস্থানকেই নির্দেশ করে। এছাড়াও, এ রেটিং প্রতিষ্ঠানটির গোষ্ঠী বীমা ক্ষেত্রে সক্ষমতাও প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রিপল এ রেটিং প্রাপ্ত জীবনবীমা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদিভাবে ‘অত্যন্ত শক্তিশালী ও আর্থিকভাবে নিরাপদ’ প্রতিষ্ঠানগুলোরই অন্তর্ভুক্ত।
মেটলাইফ বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আব্দুল কাদের জোয়াদ্দার বলেন, ‘গ্রাহকদের সম্ভ্যাব্য সকল সেবা দেয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা ও দৃঢ় অঙ্গীকার রক্ষার প্রমাণ এ রেটিং। এর মাধ্যমেই বোঝা যায়, বীমাশিল্পে আমরা শীর্ষ অবস্থানে রয়েছি। বীমা সেবা নেয়ার ক্ষেত্রে,  গ্রাহক আস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক সক্ষমতায় অঅঅ ক্রেডিট রেটিং স্বীকৃতি ধরে রাখলো মেটলাইফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ