Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া আঞ্চলিক ইজতিমায় আজ , বিদেশী মেহমানসহ ২ লাখ মুসল্লি অংশ নেবে

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মহসিন রাজু , বগুড়া ব্যুরো : আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির লক্ষ্যে আজ (বৃহস্পতিবার ) থেকে বগুড়ায় শুরু হচ্ছে জেলা ইজতেমা। বিশ্ব ইজতেমার সাথে তাল মিলিয়ে তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে। এই ইজতেমায় প্রায় ২ লাখ মানুষ অংশ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মুফতি মশিউর রহমান। ইতিমধ্যে ইজতেমা ময়দানের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এ ইজতেমায় মালয়েশিয়া, মরক্কো ও সৌদি আরব, চীন, ইন্দোনেশিয়া থেকে মেহমান আসবেন বলে আয়োজক কমিটি জানান। ইজতেমাকে ঘিরে গত প্রায় ১ মাস ধরে ইজতেমা ময়দানকে উপযোগি করে তুলতে কাজ চলছে। বগুড়া শহরের ঝোপগাড়ি মহাসড়কের পাশে মারকাজ মসজিদ প্রাঙ্গনে ইজতেমার সকল আয়াজন শেষের পথে। বগুড়া শহরের চারমাথার অদুরে ঝোপগাড়িতে স্থান নির্ধারণ করা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত ঝোপগাড়ি এলাকার প্রায় ৯ একর জমির উপর এই ইজতেমা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ফজরের নামাজের মধ্যে দিয়ে। ইতিমধ্যে তাবলীগ জামায়াতের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন ইজতেমার ময়দানে। ফজরের নামাজ শেষে ইজতেমা শুরু হয়ে শনিবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিনদিনব্যাপি আঞ্চলিক ইজতেমা। ইজতেমার নিরাপত্তা বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম জানান, ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে গোটা ময়দান ও আশেপাশের এলাকা। ৬ শতাধিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বিদেশি মুসুল্লীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি পুরো মাঠকে অর্ধশতাধিক সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ