Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নেতৃত্বেই হবে সোনার বাংলা বাস্তবায়ন : এমপি বাবেল

গফরগাঁওয়ে ১৭১ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মো. আতিকুল্লাহ, গফরগাঁও থেকে : সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ এ শ্লোগান বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে স্থানীয় প্রশাসনও বেশ জোরালো ভ‚মিকা রাখছে। গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল করার উদ্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ল্যাপটপ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য বাবেল বলেন, ‘শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশ্যেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ করছে। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তাদের কম্পিউটার শিক্ষা নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তাঁর নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে। তাই দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখার জন্য আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।’
উপজেলা নির্র্বাহী কর্র্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ফাহ্মী গোলন্দাজ বাবেল ছাড়াও বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপির একান্ত সচিব মোঃ মাসুদ হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্র্মকর্র্তা নূরুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্র্মকর্র্তা, শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৃথক অনুষ্ঠানে গফরগাঁও পিডিবি কর্তৃক প্রিপেইড ডিজিটাল মিটারের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। উপজেলা পিডিবি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিশা হোটেলের মালিক এমদাদুল হক (ইন্তু মহাজন) বলেন, ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। এছাড়াও গফরগাঁও উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ