Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে প্রথম বীমা মেলা

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রাজধানীতে চলছে তিন দিনব্যাপী প্রথম বীমা মেলা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়। মেলায় রাষ্ট্রায়ত্ত বীমা করপোরেশনসহ দেশি-বিদেশি মোট ৫০টি বীমা কোম্পানি অংশ নেয়। এর বাইরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিকেল স্টল রয়েছে। ১৬ কোটি জনগোষ্ঠীর এ দেশে বর্তমানে মাত্র সাত লাখ ব্যক্তি বীমার আওতায় রয়েছেন। অর্থাৎ প্রতি হাজারে বীমা গ্রহীতা মাত্র চারজন। এমন প্রেক্ষাপটে ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ স্লোগানকে সামনে নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে বীমা মেলা। দেশে প্রথমবারের মতো তিন দিনের এ মেলার আয়োজন করছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। মেলায় এক হাজারেরও বেশি বীমা গ্রাহককে বীমা দাবি পরিশোধ করা হয়। আজ ও কাল সেমিনার আয়োজন করা হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় ও মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তা প্রদানে বীমাই বড় ভরসা। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মেলার আয়োজন করা হয়েছে। এ বছর ঢাকায় মেলার আয়োজন করা হলেও ভবিষ্যতে বিভাগীয় ও জেলা পর্যায়ে মেলা করা হবে। আইডিআরএর সদস্য মেলার আয়োজক কমিটির সভাপতি মো. কুদ্দুস খান জানান, মেলায় বেকারদের বীমা খাতে চাকরির সুযোগ-সংক্রান্ত তথ্য দেয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকছে। যারা মেলায় প্রবেশ করছে প্রত্যেকে বিনামূল্যে একটি করে কুপন দেয়া হচ্ছে। এরপর বিকেল ৫টায় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেয়া হচ্ছে। বিকেল ৫টায় ড্র অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলায় আজ দ্বিতীয় ও কাল তৃতীয় দিন বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের সেমিনারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং তৃতীয় দিনের সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলছে প্রথম বীমা মেলা

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ